অবশেষে এক পয়েন্ট, কী বললেন উচ্ছ্বসিত ফাওলার?

লক্ষ্মীবারের সন্ধ্যায় লক্ষ্মী অর্থাৎ এক পয়েন্ট পেল এসসি ইস্টবেঙ্গল। আর তাতেই উচ্ছ্বসিত দলের হাই-প্রোফাইল কোচ রবি ফাওলার। কারণ হিসেবে তিনি তুলে ধরলেন লিভারপুল কিংবদন্তি। ম্যাচের শেষে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন সেই কথা। রবি ফাওলারের দাবি, জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রায় ৭০ মিনিট ১০ জনে খেলতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। তারপরও বিপক্ষকে গোল দিতে দেয়নি লাল-হলুদের ফুটবলাররা। 


ফাওলারের দাবি, ‘আমরা কী করতে পারি, আমাদের চারিত্রিক দৃঢ়তা কেমন, তার অনেকটাই আজ দেখিয়ে দিতে পেরেছি। এখনও অনেক কিছু প্রমাণ করতে হবে’। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এবার হয়তো ছেলেরা উদ্বুদ্ধ হবে। ফাওলারের কথায়, তিনটে হারের পর এক পয়েন্ট এল, এটা ইতিবাচক ব্যাপার। দশ জন হয়ে যাওয়ার পর ছেলেদের বলেছিলাম আর যাই হোক গোল খেওনা। তাঁরা এই কথা রেখেছে। এসসি ইস্টবেঙ্গলের দুই তারকা বিজেশি নিয়েও উচ্ছ্বসিত ফাওলার। তাঁর কথায়, পিলকিংটন, মাঘোমা দুজনেই তারকা ফুটবলার। তাঁদের ওপর আমরা বেশিই চাপ দিয়ে ফেলছি। তাঁর স্বগতোক্তি, এছাড়া আর উপায়ও নেই। 

 
তবে এক পয়েন্ট পাওয়ার পর আশাবাদী ফাওলার বলেন, ‘মনে হচ্ছে খুব তাড়াতাড়িই গোলও পাব। তবে খেলায় আরও গতি দরকার। যদিও ফিটনেস বাড়লে সেটাও এসে যাবে। আর দুটো ম্যাচ অপেক্ষা করুন। আমাদের আরও ভাল অবস্থায় দেখতে পাবেন’। এদিনও রেফারিং নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন রবি ফাওলার। তাঁর কথায়, ‘কিন্তু একটা সময় মনে হচ্ছিল আমরা ১২ জনের বিরুদ্ধে খেলছি’। তবুও এক পয়েন্ট পাওয়াটা ইতিবাচক হিসেবেই দেখছেন এসসি ইস্টবেঙ্গল কোচ।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم