এটিকে-মোহনবাগান প্রথম তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করেছিল। কিন্তু চতুর্থ ম্যাচে হাবাসের দল ২-১ গোলে হেরে যান ইস্পাত নগরীর দল জামসেদপুরের কাছে।পঞ্চম ম্যাচে হায়দারবাদের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পেয়েছিল এটিকে-মোহনবাগান।
বুধবার ফাতোরদা স্টেডিয়ামে ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জেতান রয় কৃষ্ণ। তাঁর গোলে জয় পেয়ে চলতি মরশুমের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিল এটিকে-মোহনবাগান।
তিনি আইএসএলের এই মরশুমে ৬ ম্যাচ খেলে ৫ গোল পেলেন। ম্যাচ শেষে এটিকে-মোহনবাগান দলের হেড কোচ হাবাস সাংবাদিক বৈঠকে বলেছেন, রয় কৃষ্ণ হলেন অসাধারণ খেলোয়াড়। এদিনের ম্যাচে প্রথম থেকেই তাঁর সঙ্গী হয়ে উঠেছিলেন দলের অন্য এক স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস বলে জানান। কিন্তু তাঁর একটি শট গোয়ার গোল পোস্টে লেগে ফিরে আসে। হাবাস এদিনের ম্যাচে দলের পারফর্ম্যান্স নিয়ে খুশি বলে জানিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback