জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না, কৈলাশ, অর্জুনের স্বস্তি সুপ্রিম কোর্টে

কৈলাশ বিজয়বর্গীয়, অর্জুন সিংয়ের মতো একাধিক বিজেপি নেতাকে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকারকে নোটিশ দিল শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয়কৃষ্ণ কলের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছে, জানুয়ারিতে পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। 


এরইসঙ্গে আদালত সিআইএসএফের কাছে থেকে এইসব ঘটনার বিশেষ রিপোর্টও চেয়ে পাঠিয়েছে। অর্জুন সিংয়ের অভিযোগ, তিনি তৃণমূল ছাড়ার পর থেকে তাঁর বিরুদ্ধে ৬৪টি মামলা করা হয়েছে। অর্জুনের আইনজীবী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনওকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া চলবে না। 


তাঁদের আবেদনে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ ডজন ডজন মিথ্যা এফআইআর দায়ের করছে। তাঁরা রাজ্য পুলিসের হাত থেকে তদন্তভার কোনও স্বাধীন তদন্তকারী সংস্থাকে দেওয়ার আর্জিও জানিয়েছেন। কোর্ট জানতে চায়, ৬৪টি মামলা কোন সময়ে দায়র করা হয়েছে। রোহতগি বলেন, সবই ২০১৯ সালে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم