ইতিহাস গড়লেন স্তেফানি ফ্রাপার্ত। পুরুষদের ইউরোপিয়ান ফুটবল লিগের তিনিই প্রথম মহিলা রেফারি। বুধবার রাতে ইউয়েফার চ্যাম্পিয়ানস লিগের ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। তুরিনের মাঠে গ্রুপ জি লিগের খেলা ছিল কিয়েভ ডায়নামোর সঙ্গে জুভেন্টাসের। ইতালির টিম শেষপর্যন্ত ৩-০ গোলে জিতেছে। গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফেডজেরিকো চেইসা আর আলভারো মোরাতা। রেফারি ঠিলেন ৩৬ বছরের স্তেফানি।
এই প্রথম যে পুরুষদের ফুটবলে রেফারি হলেন স্তেফানি, এমনটা নয়। গতবছরের সেপ্টেম্বরে ইউয়েফার সুপার কাপের ফাইনালে দায়িত্ব নেওয়ার পর তিনিই হন প্রথম মহিলা রেফারি হয়েছিলেন।ম্যাচটা ছিল লিভারপুল আর চেলসির মধ্যে। তার ঠিক একমাস আগে মহিলা বিশ্বকাপে স্তেফানি ফ্রান্সে আমেরিকা ও নেদারল্যান্ডসের ম্যাচে রেফারি হয়েছিলেন। গতবছরের এপ্রিলে ফরাসি লিগেও তিনিই হয়েছিলেন প্রথম মহিলা রেফারি। স্তেফানি জানিয়েছেন, ভালো লাগে যখন স্টেডিয়ামের বাইরে ভিড় জমে যায় তাঁকে ঘিরে।
إرسال تعليق
Thank You for your important feedback