পুরোনো টেস্ট ভুলে যাওঃ স্টিভ স্মিথ

৩৬ রানে অলআউট নিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা চূড়ান্ত সমালোচনা করছেন ভারতের। বিশেষজ্ঞরা বলছেন, ভারত সেদিন ক্লাবস্তরের ক্রিকেটেরও নীচে নেমে গিয়েছিল। ঠিক সেই সময়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা দলের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ভারতের পাশে এসে দাঁড়ালেন। তিনি বললেন যে, একেকটা দিন এরকমই যায়। ভারতীয় ক্রিকেটারদের এই টেস্ট ভুলে সামনের দিকে তাকানো উচিত। তিনি বলেন, ওই দিন অজি বোলাররা অবিশ্বাস্য বোলিং করেছে। একটা নির্দিষ্ট স্পটে বল করে ভারতকে বিপাকে ফেলেছে। ওইদিনটা ভুলে নতুনভাবে বক্সিং ডে-তে ভালো খেলুক ভারত|


স্মিথ কোহলির পাশেও দাঁড়িয়েছেন। তিনি হবু বাবা হতে যাওয়া বিরাটকে অভিনন্দন জানিয়েছেন। এখন সব বাদ দিয়ে পরিবার ও স্ত্রীর পাশে থাকতে উপদেশ দিয়েছেন স্মিথ। ২৬ জানুয়ারি থেকে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট। এই বক্সিং ডে-তে স্মিথের ৭টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ৩টি সেঞ্চুরি সহ ৭ টি অর্ধশত রান আছে স্মিথ। অর্থাৎ মেলবোর্ন কোহলি, শামি ছাড়া আরও কঠিন  হতে চলেছে বলাই বাহুল্য।           

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم