হায়দরাবাদের পুরভোটে অনেক এগিয়ে টিআরএস

গ্রেটার হায়দরাবাদ পুরসভার নির্বাচনে গণনার একেবারে শুরুতে বিজেপিই এগিয়ে থাকলেও বেলা বাড়তেই সেই ফারাক কমিয়ে এনে অনেক এগিয়ে যায় টিআরএস। বেলা দুটোয় টিআরএস এগিয়ে ৬৭টি আসনে, বিজেপি ১৩টি এবং মিম ৩২টি আসনে এগিয়ে। এই নির্বাচনে ভোট পড়েছিল ৪৬.৫৫ শতাংশ। ভোটগ্রহণ হয়েছে ১ ডিসেম্বর। হায়দরাবাদের প্রাক্তন মেয়র এআইএমআইএমের নেতা মহম্মদ মজিদ হাসান জয়ী হয়েছেন মহদিপত্তনমে। তিনি বিহারে দলে হয়ে প্রচারের দায়িত্বে ছিলেন। এই প্রথম ইউসুফগুদা ডিভিশনে জিতেছে টিআরএস। রাজ্য সরকার জানিয়েছে, ফলপ্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে কোনও বিজয় মিছিল করা যাবে না। 


গত নির্বাচনে মিমের সঙ্গে হাত মিলিয়ে বিপুল জয় পেয়েছিল টিআরএস। ১৫০টি আসনের মধ্যে তারা পেয়েছিল ৯৯টি। মিমের রয়েছে ৪৪ আর তেলুগু দেশমের ১ ও কংগ্রেসের ২। রাজ্য বিধানসভায় এখন বিজেপির মাত্র দুজন বিধায়ক। তাদের আশা, ডুব্বাক লোকসভা আসনের উপ নির্বাচনে জয়ের পর কেন্দ্রের শাসক দল দক্ষিণের এই রাজ্যে প্রভাব বাড়াতে আদাজল খেয়ে নেমেছিল। তারা এখানে থেকেই তাদের দাক্ষিণাত্য অভিযান শুরু করার পরিকল্পনা করেছিল। তাই একটি সাদামাটা পুরসভার নির্বাচনেও প্রচারে হাজির হয়েছিলেন অমিত শাহ থেকে শুরু যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েটরা। এই চ্যালেঞ্জের মুখে টিআরএস ও মিম দুপক্ষই শক্তিক্ষয়ের আশঙ্কায় রয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم