ইনস্টাগ্রামের পর এবার ফেসবুক ডিপি থেকেও স্বামী রোশনের ছবি সরিয়ে ফেললেন শ্রাবন্তী। সম্পর্কের তিক্ততা এতটাই, কভার পিকচার সহ ফেসবুক প্রোফাইল থেকেও মুছে ফেলছেন যুগলের ছবি। কিছুদিন আগেই প্রথমে নিজের ইনস্টাগ্রাম থেকে নিজের নাম থেকে সিং পদবী সরিয়ে ফেলেন। এরপরই সোশাল মিডিয়ায় শুরু জোর গুঞ্জন। তবে কি সত্যিই ভাঙছে তৃতীয় বিয়েও?
প্রায় চুপিসারেই পাঞ্জাবে বিয়ে সারেন অভিনেত্রী। পরে অবশ্য নিজেই বিয়ের ছবি শেয়ারও করেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী-রোশন। তাল কেটেছে দুজনের সম্পর্কের রসায়নে। কখনও সিঁদুর পড়া কখনওবা জিম, বিভিন্ন বিষয় নিয়েই সোশাল মিডিয়ায় শ্রাবন্তীকে নানাভাবে খোঁচা দিয়েছেন রোশন।
আর তার আঁচ পড়েছে নেট দুনিয়ায়- ট্রোল থেকে শুরু করে নানা কটূক্তিও শুনতে হয়েছে তাঁকে। কিন্তু নিজের বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে এখনও মুখ খোলেননি শ্রাবন্তী। শুধু তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে বাদ পড়েছে তৃতীয় সম্পর্কের সব স্মৃতি।
إرسال تعليق
Thank You for your important feedback