৪০- পা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে বয়স লুকোনো তো দূর, ইনস্টাগ্রামে নিজেই নিজেকে জন্মদিনের বার্তাও পাঠালেন অভিনেত্রী। রবিবার ইনস্টাগ্রামের শেয়ার করা ছবিতে ছোট ছোট কুকুরছানাদের কোলে নিয়ে বেশ খোশমেজাজেই দেখা গেল স্বস্তিকাকে। ছবির ক্যাপশনে লেখা, আমি আমার চল্লিশে পা রাখছি। শুভ জন্মদিন, এসএম। আমি তোমাকে আরও ভালবাসার প্রতিশ্রুতি দিচ্ছি। আর বাচ্চাদের সঙ্গে এমন সুন্দর ছবি তোলার জন্য @ শৈলি নায়েককে ধন্যবাদ। এদিন ছবির সঙ্গে একটি ভিডিও পোস্টও করেন তিনি। এমনিতেই পশুপ্রেমী হিসেবে পরিচিত স্বস্তিকা, নিজের বাড়িতেও তাঁর দুটি পোষ্য রয়েছে। ইদানিং শুধু টলিউডই নয় বলিউডেও নজর কেড়েছেন তিনি। স্বস্তিকার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দুই ইন্ডাস্ট্রির কলাকুশলীরাই।
إرسال تعليق
Thank You for your important feedback