বাম কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ অধীর?

বৃহস্পতিবার বারবেলায় ঠিক হয়ে গিয়েছিল আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বাম-কংগ্রেস জোট হচ্ছে। টুইট করে সেই বার্তা দিয়েছিলেন লোকসভায় কংগ্রেসের পরিষদীয় নেতা অধীর চৌধুরী। এই টুইটের পরই পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো টুইট করে দাবি করলেন, বাম-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রীর মুখ অধীর রঞ্জন চৌধুরী। এরপরই বাংলার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। মৃদু প্রতিবাদ আসতে শুরু করে মূলত বাম দলগুলি থেকে।

এক্ষেত্রে সিপিএম সরাসরি কিছু না বললেও মুখ খুলেছেন শরিক বাম দলগুলি। সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, আগে থেকে এটা ভাবার সময় আসেনি। আরএসপির রাজ্য সম্পাদক তথা বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরীও বিষয়টির প্রতিবাদ করেন। ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় বলেছেন, এই বিষয়ে তাঁর কোনও বক্তব্য নেই, যা বলার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলবেন। তবে গোটা ঘটনায় তিনি যে বিরক্ত সেটা বুঝিয়ে দিয়েছেন এই বাম নেতা। ফলে প্রশ্ন উঠেছে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলেই কি নেপালবাবুর এই দাবি? যদিও এর ফলে জোটে ধাক্কা লাগবে না বলেই মনে করছেন জোটের একাংশ।         


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم