কৃষি আইন বাতিলের দাবিতে শিরোমনি অকালি দলের শীর্ষ নেতা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল তাঁর পদ্মবিভূষণ পুরস্কার ফেরত দিয়েছেন। তাঁর মত, কেন্দ্র কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি লিখে তিনি এ কথা জানিয়ে দিয়েছেন। পুরস্কার ফেরাচ্ছেন শিরোমনি আকালি দল (ডেমোক্রাটিক) দলের নেতা সুখবীর সিং ধিনসাও।
পাশাপাশি পাঞ্জাবের পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার পাওয়া অন্তত ১৫০ জন ক্রীড়াবিদ তাঁদের পুরস্কার প্রত্যাখানের সিদ্ধান্ত জানিয়েছেন। কৃষকদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধেই তাঁদের প্রতিবাদ। তাঁদের মধ্যে রয়েছেন পদ্মশ্রী কর্তার সিং, অর্জুন পুরস্কার বিজেতা সজ্জন সিং চিমা ও রাজবীর কৌর। তাঁরা জানিয়েছেন, ৫ ডিসেম্বর তাঁরা দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তাঁদের সরকারি খেতাব ফেরত দিয়ে আসবেন। আন্দোলনরত কৃষকদের ওপর জলকামান প্রয়োগ করায় কেন্দ্র ও হরিয়ানা সরকারের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ।
إرسال تعليق
Thank You for your important feedback