রাম জন্মভূমিতেই শ্যুটিং রামসেতুর

রামের জন্মভূমি অযোধ্যাতেই এবার শ্যুটিং হতে পারে অক্ষয় কুমারের 'রাম সেতুর'। বিটাউনে জোর গুঞ্জন, গত মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে অক্ষয়ের নৈশভোজেই মিলেছে শ্যুটিংয়ের ছাড়পত্র।


কিছুদিন আগেই অক্ষয় কুমার নিজের আগামী সিনেমা 'রাম সেতু'-র ঘোষণা করেন। অক্ষয়ের এই সিনেমার মূল বিষয়, রামায়ণের বিখ্যাত রামসেতু। রাবণের লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করার জন্য সমুদ্রের উপর সেতু নির্মাণ করেছিলেন রামের সেনারা। রাবণবধ করে রামচন্দ্র যেদিন অযোধ্যায় ফেরেন প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা, সেই উৎসবই দীপাবলি।

 তবে বাস্তবে সেই সেতুর অস্তিত্ব রয়েছে না তা শুধুই কল্পনা, সেই রহস্য সমাধান করবেন অক্ষয়। অভিষেক শর্মা পরিচালিত এই সিনেমায় আর্কিওলজিস্টের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। পরিচালক এবং অক্ষয় দু'জনেই প্রথম থেকে রামের জন্মভূমি অযোধ্যাতেই  শ্যুটিং করতে আগ্রহী ছিলেন। কিন্তু ছাড়পত্র মিলবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ ছিল। তবে যোগীর সঙ্গে নৈশভোজে নয়ডায় Flimcity-এর বিষয়ে আলোচনার পাশাপাশি রামসেতুর শ্যুটিং নিয়েও আলোচনা হয় বলেই কানাঘুষো বলিউডে। ২০২১-এর মাঝামাঝি সময় থেকেই শুরু হতে পারে এই সিনেমার শ্যুটিং। সিনেমার একটা বড় অংশের শ্যুটিং হবে অযোধ্যায়।


ইতিমধ্যে দীপাবলিতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সিনেমার পোস্টারে শেয়ার করেন অক্ষয়। পোস্টারে অক্ষয়ের গলায় গেরুয়া ওড়না জড়ানো। তার ঠিক পিছনেই রয়েছে তির ধনুক হাতে শ্রী রামচন্দ্রের ছবি।   



     

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم