৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের উড়ান বন্ধ করল ভারত

নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের বিমান উড়ান বন্ধ করল ভারত। এই সময়ে ব্রিটেন থেকে কোনও বিমান এদেশে যাওয়াআসা করতে পারবে না। ব্রিটেনে করোনার নতুন রকমের পরিবর্তিত ভাইরাসের সন্ধান মেলায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এনিয়ে আলোচনার জন্য সোমবার তারা যৌথ নজরদারি গোষ্ঠীর জরুরি বৈঠক ডেকেছে। কীভাবে এর মোকাবিলা করা যাবে তা  নিয়ে কথা হবে বৈঠকে। থাকবেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার ভারতের প্রতিনিধি রডেরিকো এইচ অফ্রিনও। ব্রিটেনে করোনার নতুন ভাইরাসের দেখা মেলার পরই সেদেশে নতুন করে লকডাউন জারি হয়েছে। নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি, বেলজিয়ামের মতো ইউরোপের দেশগুলি ব্রিটেন থেকে তাদের দেশে উড়ান বাতিল করেছে। 

ব্রিটেন সতর্ক করে বলেছে, এই নতুন ভাইরাস এখন হাতের বাইরে। এই নয়া ভাইরাসের দৌরাত্ম্যে ব্রিটেন এবারের ক্রিসমাসের আয়োজন বন্ধ থাকছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি সবাইকে বাড়িতেই থাকতে বলেছেন। নইলে ভাইরাসকে নিয়ন্ত্র্রণ করা যাবে না। শনিবার ব্রিটেনে নতুন সংক্রমিত হয়েছেন ২৭,০৫২ জন। মারা গিয়েছেন ৫৩৪ জন। দেশে আক্রান্ত ১ কোটি ছাড়িয়ে গেল


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم