দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদলীয় ভার্চুয়াল বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার টিকা সারা দেশে বন্টনের বিষয়টি নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। সংসদে সব দলের নেতাদের বৈঠকে ডাকা হয়েছে।
এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের মতো মন্ত্রীরাও। শুরুতেই গোটা বিশ্বের তুলনায় ভারতের অবস্থান নিয়ে তথ্য দেখানো হবে। তাছাড়া, সাংসদদের করোনার টিকার পরীক্ষা নিয়ে সর্বশেষ অবস্থাও আলোচনা করা হবে। এনিয়ে করোনা আবহে এটি দ্বিতীয় সর্বদলীয় বৈঠক। আগের বৈঠক হয়েছিল এপ্রিলে। তৃণমূলের তরফে বৈঠকে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন। কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদ ও অধীর চৌধুরী।
ফাইল ছবি...
إرسال تعليق
Thank You for your important feedback