অশোকনগরে রোগীর মৃত্যুতে অভিযোগ হাসপাতাল কর্মী, ফার্মাসিস্টের বিরুদ্ধে

বিনা চিকিৎসায় এক সঙ্কটাপন্ন রোগীর মৃত্যুর অভিযোগ উঠল অশোকনগর পুরসভার সেবাসদন মেডিকেল হল হাসপাতালে। পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্মী ও এক ফার্মাসিস্টের গাফিলতিতেই এই ঘটনা। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রশাসক প্রবোধ সরকার সহ প্রশাসক বোর্ডের সদস্যরা। তাঁদের কাছে এই ঘটনার সঙ্গে যুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন মৃত বৃদ্ধের আত্মীয়রা। 


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার অশোকনগর থানা এলাকার বছর ৭২-এর বৃদ্ধ ননী গোপাল দাস তাঁর বাড়িতে বাথরুমে পড়ে যান। তারপর তাঁর বুকে ব্যথা শুরু হলে তড়িঘড়ি চিকিৎসার জন্য অশোকনগর সেবাসদন হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ননীগোপাল দাসের প্রাথমিক চিকিৎসা করে তাঁকে আরজি কর হাসপাতালে রেফার করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের লোকজন নিজেদের উদ্যোগেই একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসেন ননীগোপালবাবুকে নিয়ে যাওয়ার জন্য। অভিযোগ, সেই সময় সেবাসদনের এক ওষুধ ব্যবসায়ী জীবন এবং একজন  হাসপাতাল কর্মী মরণপন্ন বৃদ্ধ রোগী ননীগোপাল দাসকে আটকে রেখে ওই অ্যাম্বুলেন্সের চালককে ধমক এবং গালিগালাজ করতে শুরু করে। এমনকী ওই  অ্যাম্বুলেন্স থেকে বৃদ্ধকে নামিয়ে আরেকজন রোগীকে অন্যত্র পাঠায় বলে দাবি পরিবারের। এই টালবাহানার জেরে পেরিয়ে যায় প্রায় দুই ঘন্টা। কার্যত বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় বৃদ্ধ ননীগোপাল দাসের। এই অভিযোগ তুলে রবিবার রাতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখতে শুরু করেন বৃদ্ধের পরিবার ও প্রতিবেশীরা।


এই ঘটনায় যে ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি পুরসভারই লিজ দেওয়া এক ফার্মাসিস্ট বলে স্বীকার করে নেন পুরপ্রশাসক প্রবোধ সরকার। কিন্তু অভিযুক্তরা পুরসভার কর্মী নন বলে দাবি পুরপ্রশাসকের। ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি মৃতের পরিবার। প্রসঙ্গত করোনা পরিস্থিতিতে অশোকনগর হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা করা হয়। কিন্তু রোগীদের সুবিধায় নয়া আঙ্গিকে বেশ কয়েকমাস আগে থেকেই শুধুমাত্র করোনা রোগী ছাড়াও সব রোগীদেরই পরিসেবা শুরু করেছে অশোকনগর-কল্যাণগড় পুরসভা পরিচালিত সেবা সদন (মাতৃসদন) মেডিকেল হল হাসপাতাল। কিন্তু পেশাদারিত্বের অভাবে, অভিযোগ এই হাসপাতালের পিছু ছাড়েনি কখনও। কয়েক বছর ধরে মাঝে মাঝেই সেই গাফিলতির চিত্র ফুটে উঠছে এই হাসপাতালে। রবিবারও তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল অশোকনগরের এই হাসপাতাল।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم