পাঞ্জাবে গ্রেফতার পাক গুপ্তচর, পলাতক ২

পাকিস্তানের আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঞ্জাব থেকে গ্রেফতার করা হল একজনকে। সে লুধিয়ানার হালওয়ারা বায়ুসেনার ঘাঁটিতে ডিজেল মেকানিকের কাজ করে। তার আরও দুই সঙ্গী পলাতক। তার নাম রাম সিং। পুলিশ জানিয়েছে, সে দেশের বায়ুসেনার বিভিন্ন তথ্য আইএসআইয়ের হাতে তুলে দিয়েছে। 

এই প্রথম নয়, এর আগে গতবছরই পাঞ্জাবেরই ফরিদকোট থেকে এক গুপ্তচরকে ধরা হয়েছিল। তার কাছ থেকে প্রচুর আপত্তিকর কাগজপত্রও মিলেছিল। তার নাম সুখবিন্দর সিং সিন্ধু। সে মোগার বাসিন্দা। ২০১৫ সালে পাকিস্তানে তীর্থ করতে গিয়ে সে পাক এজেন্টদের সংস্পর্শে এসেছিল। তাকে সামরিক ঘাঁটির কাছ থেকেই গ্রেফতার করা হয়েছিল। মার্চে রাজস্থান পুলিশ দিল্লি থেকে রাজস্থানের ৪২ বছরের একজনকে গ্রেফতার করেছিল। সেও সামরিক ঘাঁটির তথ্য পাচার করেছিল।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم