শীতে শুষ্ক ত্বক ও ডার্ক সার্কল মেটাতে আমন্ড অয়েল

 

ত্বকের যত্নে আমন্ড অয়েলের জুড়ি নেই। ভিটামিন এ, ডি ও ই সমৃদ্ধ এই তেল শুধু ত্বকই নয় চুলের যত্নেও উপকারী। বিউটি এক্সপার্টদের মতে এই আমন্ড অয়েল ত্বকের বিভিন্ন সমস্যায় উজ্জ্বলতা আনতে নিয়মিত ব্যবহার করা উচিত। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে। দেখে নেওয়া যাক, কীভাবে শীতে শুষ্ক ত্বক ও ডার্ক সার্কল মেটাতে ব্যবহার করবেন তেলটি।

ডার্ক সার্কল মেটাতে
বর্তমান লাইফস্টাইলে নানা স্ট্রেসের কারণে চোখের নিচে ও চারপাশে ডার্ক সার্কল তৈরি হয়। ছেলে-মেয়ে নির্বিশেষে আমাদের অনেকেরই থাকে এই সমস্যা। কিন্তু এই ডার্ক সার্কল থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কিন্তু আমন্ড অয়েল। রাতে ঘুমানোর আগে চোখের নীচে নিয়মিত আমন্ড অয়েল মালিশ করলে ডার্ক সার্কল ধীরে ধীরে কমে যায়।



মেকআপ রিমুভার
মেকআপ তোলার জন্যও ব্যবহার করা যায় আমন্ড অয়েল। এতে শুধু মেকআপ তোলাই নয় পোরস ভালো করে খুলে যাওয়ায় ত্বক খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। 


ত্বকের আর্দ্রতা ফেরাতে
শীতে শুষ্ক, প্রাণহীন ত্বকে উজ্জ্বলতা ফেরাতে নিয়মিত আমন্ড অয়েল দিয়ে মুখে মাসাজ করুন। এটি আর্দ্রতাকে ত্বকের মধ্যে ধরে রাখে। ফলে ত্বকের উজ্জ্বলতা  বৃদ্ধি পায়।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم