২০০ বেশি সিট পাবে বিজেপি। শনিবার মেদিনীপুরের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে এই দাবি করে বলেন, যেভাবে তৃণমূল ছেড়ে দলে দলে নেতারা বিজেপিতে চলে আসছেন, নির্বাচনের আগেই দিদি একা হয়ে যাবেন। তাঁর কথায়, এখানে হিংসার রাজত্ব চলছে। তোলাবাজির সরকার চলছে। কেন্দ্র যা সাহায্য দিচ্ছে সবই চলে যাচ্ছে তৃণমূলের গুন্ডাদের পকেটে চলে যাচ্ছে। বিজেপি রাজ্যে সোনার বাংলা গড়বে, দাবি অমিতের। বাংলায় পরিবর্তন করতেই হবে।
তাঁর কথায়, বিজেপির কর্মীদের এখানে খুন করা হচ্ছে। আক্রমণ করা হয়েছে জে পি নাড্ডার গাড়ির কনভয়ে। আমফানের টাকা চুরি হয়েছে, কেন্দ্রের পাঠানো রেশন চুরি হয়েছে। কারও কোনও নিরাপত্তা নেই। সভায় বক্তৃতা করেন দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো নেতারাও।
إرسال تعليق
Thank You for your important feedback