ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, আগামী ১৯ ও ২০ ডিসেম্বর তিনি কলকাতায় থাকবেন। শুক্রবার ডায়মন্ড হারবারে সভায় যাওয়ার পথে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ের ওপর হামলা হয়। আহত হন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়ের মতো নেতারা। ঘটনার পর তাঁদের সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, রাজনাথ সিং।
এরপরই অমিত শাহ টুইটে ঘটনার নিন্দা করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ করেন। বলেন, কেন্দ্র অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ঘটনাকে দেখছে। তিনি আক্রান্ত নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্যপালের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠিয়েছিলেন। এরপর তিনি নিজেই রাজ্যে আসার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষও অমিতের সফরের কথা জানান। সেইসঙ্গে জল্পনা ছড়িয়েছে, অমিতের সফরের সময়ই তৃণমূলের হেভিওয়েট কিছু নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। নভেম্বরেও রাজ্যে এসেছিলেন তিনি। গিয়েছিলেন বাঁকুড়ায়।
إرسال تعليق
Thank You for your important feedback