কৃষক পরিবারে দুপুরের মেনু অমিতের


অমিত শাহ স্বল্পাহারী, সম্প্রতি অসুস্থ হওয়ার পর চিকিৎসকরা শরীরের প্রতি যত্নবান হতে উপদেশ দিয়েছেন। বেশকিছুদিন দিল্লিতেই কাজে ব্যস্ত রেখেছেন অমিত কিন্তু বাংলাকে পাখির চোখ করেছেন তিনি তাই বারবার কলকাতায় আসা। প্রতিবারই কোনও সাধারণ মানুষের বাড়িতে দুপুরের খাদ্য গ্রহণ করে থাকেন তিনি, ব্যতিক্রম নয় এবারও। সকালের নির্ধারিত অনুষ্ঠান শেষে তিনি যাবেন মেদিনীপুরের এক গরিব কৃষকের বাড়িতে এবং অন্ন গ্রহণ করবেন।

এই কৃষকের নাম ঝুনু বা সনাতন সিং। বাড়ি কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বালিজুড়িতে। সকাল থেকেই তাঁদের ব্যস্ততা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। দুপুরের রান্নাও মোটামুটি শেষ, মেনুতে থাকছে ভাত রুটি দুইই। সাথে বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, লাউ দিয়ে মুগডাল, শুক্ত, চাটনি, পাঁপড় ও টক দই সাথে পেয়াঁজ ছাড়া স্যালাড। আদন্ত্য নিরামিষাশী অমিত এই খাদ্যই ভালোবাসেন।                                 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم