শনিবার গভীর রাতে পর্যন্ত তল্লাশি চালানো হল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে। এর আগেও বেশ কয়েকবার তল্লাশি চালানোর জন্য অর্জুন ও তাঁর ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। এদিন তারা সার্চ ওয়ারেন্ট সঙ্গে নিয়েই গিয়েছিল। সমবায় ব্যাঙ্ক দুর্নীতি নিয়ে তাঁর ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন অর্জুন।
শনিবার হালিশহরে নিহত বিজেপি কর্মীকে দেখতে কল্যাণীর হাসপাতালে গিয়েছলেন সাংসদ। তাঁর বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাত দশটা নাগাদ অর্জুন বাড়ি ফেরার পর তখন পুলিশকে বাড়ির ভিতরে যেতে দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি। উল্লেখ্য, এই মামলার গ্রেফতার করা হয়েছে অর্জুবের নিকটাত্মীয়কে।
إرسال تعليق
Thank You for your important feedback