আইএসএল অভিযান শুরুর প্রথম তিন ম্যাচে জয়। চতুর্থ ম্যাচে জামদেরপুরের কাছে হারতে হয় এটিকে-মোহনবাগানকে। সেই ম্যাচ হেরে দলের রক্ষণভাগ নিয়ে কিছুটা চাপে ছিলেন দলের হেড কোচ হাবাস। শুক্রবার গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে হায়দারবাদের সঙ্গে ১-১ গোলে ড্র করল এটিকে-মোহনবাগান। ফলে ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে এটিকে-মোহনবাগান এখন লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
হায়দারবাদের বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল হাবাসের দল। একের পর এক আক্রমণ করতে থাকেন রয় কৃষ্ণ, প্রবীর দাসরা। কিন্তু বার বার বাধা পেয়েছেন হায়দারবাদের গোলকিপার সুব্রত পালের কাছে। অপরদিকে হায়দারবাদ সুযোগ পেয়েও গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ০-০। ম্যাচের দ্বিতীয়ার্ধের শরুতেই ৫৪ মিনিটের মাথায় সুব্রত পালকে পরাস্ত করে দর্শনীয় গোল করেন এটিকে-মোহনবাগানের মনবীর সিং। তবে হাবাসের দল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। মানবীর তাঁদের পেনাল্টি বক্সে ধাক্কা দেন হায়দারবাদের পুজারিকে, পেনাল্টি পায় হায়দারবাদ। ম্যাচের ৬৬ মিনিটের পেনাল্টি থেকে গোল করে ফলাফল ১-১ করেন জোয়াও ভিক্টর। তারপর দু দলই অক্রমণ পাল্টা আক্রমণ করলেও গোল পায়নি কোনও দলই। ম্যাচ শেষে খেলার ফলাফল ১-১। অন্যদিকে চলতি মরশুমে নিজামের শহরের দল এখনও অপরাজিত। হায়দারবাদ ৪ ম্যাচ খেলে লিগ তালিকার ৫ নম্বরে রয়েছে।
Nothing to separate both the teams, as we share the points with @HydFCOfficial. 🤝#ATKMohunBagan 1 - 1 #HyderabadFC #JoyMohunBagan #Mariners #ATKMBHFC #IndianFootball pic.twitter.com/0AaVWcmZOi
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 11, 2020
ছবিঃ এটিকে-মোহনবাগান টুইটার থেকে
إرسال تعليق
Thank You for your important feedback