কোহলি ও শামি দেশে ফেরায় টিম ইন্ডিয়াকে ‘খোঁচা’ অজি কোচের

বক্সিং ডে টেস্টের আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ভারতকে খোঁচা দিলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পিঙ্ক বল টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। তারপরই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাই সিরিজের বাকি টেস্টেও তিনি নেই। এছাড়া অ্যাডিলেড টেস্টে হাতে চোট পেয়ে সিরিজের বাকি ম্যাচ থেকে বাদ পড়েছেন মহম্মদ শামি। এই দু’জন না থাকায় টিম অস্ট্রেলিয়ার বাড়তি সুবিধা হবে বলে টিম ইন্ডিয়াকে খোঁচা দিলেন জাস্টিন ল্যাঙ্গার। 

ল্যাঙ্গার বলেন, শনিবার অজিঙ্কা রাহানের নেতৃত্বে টিম ইন্ডিয়া মেলবার্নের দ্বিতীয় টেস্টে খেলতে নামলেও, ভারত অধিনায়ক কোহলি এবং বোলার মহম্মদ শামি না থাকার ফলে চাপে থাকবে ভারতীয় দল। কোহলি প্রসঙ্গে অজি কোচ ল্যাঙ্গার বলেন, তিনি হলেন সেরাদের মধ্যে অন্যতম। ভারতীয় দলের বোলিং বিভাগের জন্য শামি  খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলের কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানান। অ্যাডিলেড টেস্টে দুরন্ত ছন্দে ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি জো বার্নস ও ম্যাথু ওয়েড। তাঁরাই মেলবার্নে ওপেনিং করবেন বলে জানিয়েছেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে ম্যাচে চোট পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাই বাদ পড়েছিল ভারত ও অস্টেলিয়া টি-টোয়েন্টি সিরিজেও। প্রথম টেস্ট ম্যাচেও খেলতে পারেননি। কোচ ওয়ার্নার প্রসঙ্গে বলেন, দ্বিতীয় টেস্টে তাঁকে না  পাওয়া গেলেও তাঁদের কোনও সমস্যা হবে না।     


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم