দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে পাথর ছুঁড়ল কিছু দুষ্কৃতী। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার ঘটনা। এর আগে সন্ধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতেও হামলা হয়েছে। কয়েকজন গিয়ে বাড়ির দেওয়ালে, নেমপ্লেটে কালো রং লাগিয়ে দেয়। তার ভিডিও তোলা হয়েছে। এনিয়ে তাদের কাছে কোনও অভিযোগ আসেনি বলে জানিয়েছে দিল্লি পুলিশ। মনে করা হচ্ছে, জে পি নাড্ডার ওপর হামলার প্রতিবাদেই এই কাণ্ড।
এছাড়া, দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া অভিযোগে করেছেন, ভাঙচুর হয়েছে তাঁর বাড়িতেও। স্ত্রী ও সন্তানদের ওপর হামলা চলে। আমআদমি পার্টির অভিযোগ, গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দুষ্কৃতীরা শিশোদিয়ার বাড়িতে ঢুকে হামলা চালাচ্ছে। তাঁদের মধ্যে একজনের হাতে অ্যাসল্ট রাইফেলও রয়েছে। মনীশ বলেছেন, বিজেপির গুন্ডারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback