যুবরাজের ক্রিকেটে ফেরার আর্জি খারিজ বিসিসিআইয়ের

অবসর শেষ করে খেলায় ফিরতে চান যুবরাজ সিং। তিনি আবার ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন বিসিসিআইয়ের কাছে। পাঞ্জাব ক্রিকেট অ্যসোসিয়েশন যুবরাজকে রাজ্যের হয়ে খেলারও আমন্ত্রণ জানিয়েছে। রাজ্যের উঠতি ক্রিকেটারদের শেখানোর দায়িত্বও নিতে অনুরোধ করেছিল তারা। কিন্তু বিসিসিআই সেই অনুরোধ নাকচ করে দিয়েছে। পাঞ্জাবের সৈয়দ মুস্তাক আলি টি ২০ কাপের দলে নাম রয়েছে যুবরাজ।

যুবরাজের বাবা যোগরাজ বলেছেন, অবসর নেওয়া ক্রিকেটারদের খেলায় ফেরার জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত যাতে বিসিসিআইয়ের কমবয়েসী খেলোয়াড়রা তাঁদের দেখে খেলা শিখতে পারে। যুবরাজ এখনও নিয়মিত প্র্যাকটিস করে। সে চার-পাঁচজন নবীন খেলোয়াড়কে তৈরি করে দিতে পারলে তিনি খুশি হবেন। গত জুনে অবসর ঘোষণা করেছিলেন যুবরাজ। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم