প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে নামছে ভারতীয় দল। বিরাট কোহলি ছাড়াই অজি চ্যালেঞ্জ নিতে কতটা সক্ষম ভারতীয় ব্যাটিং সেটা দেখার জন্যও মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যেই এক বিশেষ ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম প্রবর্তককে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ। সেটা কী? বক্সিং ডে টেস্ট ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে 'জনি মুলাঘ মেডেল'।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রথম তারকা তথা আদি জনজাতির খেলোয়াড় জনি মুলাঘকে সম্মান জানাতেই এই বিশেষ মেডেল দেওয়ার প্রথা চালু করেছে অজি ক্রিকেট বোর্ড। জনি মুলাঘ ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার দল প্রথমবার বিদেশে খেলতে গিয়েছিল, ১৮৬৮ সালে। ইংল্যান্ড সফরে গিয়ে সেবার ৪৫টি টেস্ট ম্যাচ খেলেছিল টিম অস্ট্রেলিয়া। ইংল্যান্ড সফরে অজি অলরাউন্ডার মুলাঘের পারফরম্যান্সও ছিল নজর কাড়া। সেই সফরে ১৮৭৭ রান করার পাশাপাশি ২৫৭টি উইকেট নিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক। তাঁকে সম্মান জানাতেই এবারের বক্সিং ডে টেস্টে ‘জনি মুলাঘ মেডেল’ দেওয়া হবে এমনই সিদ্ধান্ত।
إرسال تعليق
Thank You for your important feedback