করোনার নয়া আতঙ্ক, সপ্তাহব্যাপী লকডাউন ভুটানে

দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে ব্রিটেনের প্রশাসন। ভারত সহ ৪০টি দেশ ব্রিটেন থেকে সবরকম বিমানের উড়ানও বন্ধ করে দিয়েছে। এরই পাশাপাশি নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলেও আশ্বাস দিয়েছে WHO। কিন্তু ঝুঁকি নিতে রাজি নয় ভুটান। বুধবার থেকে সাতদিনের জন্য লকডাউন লাগু হচ্ছে ভুটানে। মঙ্গলবার একটি টুইট করে এই কথা জানানো হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী দফতর থেকে। সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকেই ভুটানের মধ্যে আন্তর্দেশীয় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে লকডাউন চলাকালীন আগামী সাতদিন নিত্য প্রয়োজনীয় খাবার-সবজি ও জরুরি পণ্য সরবরাহ করবে সরকার।    

এদিকে ব্রিটেনের পরিস্থিতির দিকে নজর রেখে সতর্কতা নিয়েছে ইউরোপের অন্যান্য দেশগুলি। বড়দিনের উৎসবে জনসমাগম থেকে যাতে সংক্রমণ বেশি না ছড়িয়ে পরে তার জন্য  সামাজিক দূরত্ববিধি সহ কড়া লকডাউনের সিদ্ধান্ত নিতে চলেছে বেশ কয়েকটি দেশ। ব্রিটেনে ইতিমধ্যেই লকডাউন জারি করেছে বরিস জনসন সরকার। একই পথে হাঁটছে ইতালি, সেখানে ২৪-২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও ৩-৫-৬ জানুয়ারি শুধুমাত্র জরুরি পরিষেবা খোলা থাকবে। স্পেনের প্রশাসনের তরফেও ২২ ডিসেম্বর থেকে বেশ কয়েকটি কাউন্টিতে ৬ জানুযারি পর্যন্ত লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। এখানেও শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।    


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم