নাগরিকদের মাস্ক পরার অনুরোধ, ট্রাম্পের উল্টো পথে বাইডেন



করোনা সংক্রমণ রুখতে এখনও অপরিহার্য মাস্ক। তাই সাবধানতা অবলম্বনে নাগরিকদের মাস্ক পরার পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। ইতিপূর্বে মাস্ক পরা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।কখনো নিজেই প্রকাশ্যে মাস্ক না পরে বেরিয়ে পড়েছিলেন আবার কখনও মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার মাস্ক পরার পক্ষে সওয়াল করে কার্যত ট্রাম্পের উল্টো পথেই হাঁটলেন বাইডেন।

 একটি সাক্ষাৎকারে বাইডেন জানান, 'করোনা সংক্রমণ এখনও কমেনি। সাবধানতা অবলম্বন করতে অবশ্যই প্রকাশ্যে মাস্ক পরা প্রয়োজন। আমি নাগরিকদের কাছে আবেদন করবো আমি দায়িত্ব গ্রহণের পর পরবর্তী ১০০ দিন অন্তত নিজেদের সুরক্ষার স্বার্থেই মাস্ক পড়ুন। ভবিষ্যতে ভ্যাকসিন এলেও মাস্ক অপরিহার্য, এই দু'য়ের মেলবন্ধনেই করোনাকে আয়ত্বে আনা যাবে। দায়িত্ব গ্রহণের পর আমি কিংবা ভাইস প্রেসিডেন্ট ( ইলেক্ট ) কমলা হ্যারিস সবসময় প্রকাশ্যে মাস্ক ব্যবহার করবো, ফলে নাগরিকরাও এ নিয়ে সচেতন হতে পারবেন। '     

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم