আজ শহরে দিনভর মমতার ‘পাড়ায়’ জেপি নাড্ডা

বুধবার দুদিনের সফরে কলকাতায় পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দুপুর ১২টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। এরপরই তিনি দুপুর একটা নাগাদ হেস্টিংসে বঙ্গ বিজেপির নতুন নির্বাচনি কার্যালয় উদ্বোধন করবেন নাড্ডা। সেইসঙ্গে ভার্চুয়ালি রাজ্যের ৯টি জেলায় বিজেপির নতুন দলীয় কার্যালয়েরও উদ্বোধন করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতির যাবতীয় কর্মসূচি আবর্তিত হবে তৃণমূল নেত্রীর খাস তালুকে। 


পাশাপাশি বৃহস্পতিবার তাঁর কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারেও। তৃণমূল নেত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে বেলা তিনটে নাগাদ যোগ দেবেন জেপি নাড্ডা। মমতার খাস তালুক ভবানীপুর ও হরিশ মুখার্জি রোড এলাকায় জনসম্পর্ক র‌্যালি করবেন নাড্ডা। বুধবার বিকেলে তিনি ‘‌গৃহ সম্পর্ক অভিযান’‌ কর্মসূচিতে যোগদান করবেন। শহরের বস্তিবাসীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। 

 
পাশাপাশি কালীঘাট মন্দিরেও পুজো দিতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ফলে বুধবার শহরে আসার পর দিনভর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বিধানসভা কেন্দ্র এলাকায় থাকবেন। অপরদিকে বৃহস্পতিবার জেপি নাড্ডা যাবেন ডায়মন্ড হারবারে। সেখানে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন জে পি নাড্ডা। 

একইসঙ্গে সেখানে তিনি দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া সেখানে সম্ভবত একটি সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য রাখতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর, বুধবার রাতে সল্টলেকের আইসিসিআরে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন নাড্ডা। সেখানে দিলীপ ঘোষ, মুকুল রায় সহ বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে নির্বাচন সংক্রান্ত আলোচনা করতে চলেছেন।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم