ফের আক্রান্ত বিজেপি। শনিবার অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের গাড়ি আটকে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করেন বিজেপি কর্মীরা। পালটা অভিযোগ করে তৃণমূলও। এদিন অভিযোগ, পাল্টা অভিযোগ উত্তপ্ত ঘাটালের কুঠিঘাট ও ঘোলসাই এলাকা। খবর পেয়ে ঘাটাল থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, আসার পথে সভায় যাওয়ার গাড়িগুলি আটকে দেয় তৃণমূল। এমনকী গাড়িতে ভাঙচুরও চালানো হয়। এমনকি বেশ কয়েক জায়গায় বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরই প্রতিবাদে রাজ্য সড়কের ঘাটাল কুঠিঘাট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
এদিকে তৃণমূলের পালটা অভিযোগ, তাদের তপশিলি সংলাপ কর্মসূচির গাড়ি ভাঙচুর করেছে বিজেপি। তা অস্বীকার করে বিজেপির দাবি জনগণের রোষেই ভেঙেছে ওই গাড়ি। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘাটাল থানার কুটিঘাট এলাকায়।
إرسال تعليق
Thank You for your important feedback