নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী কমিটিতে বাদ বিজেপি

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। এই জন্মবার্ষিকী উদযাপনের জন্য গঠিত হল একটি কমিটি যেখানে থাকছে শাসক তৃণমূল, সাথে বাম ও কংগ্রেস। এই সম্মিলিত কমিটি বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সতর্কতার সাথে বাদ দেওয়া হয়েছে বিজেপিকে। আলোচনায় উঠে এসেছে নেতাজির সংগ্রামের নানা দিক। সর্বসম্মতিক্রমে বিজেপিকে বাদ দেওয়া হয়। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, নেতাজির লড়াই ছিল সর্বধর্মের মানুষকে সাথে নিয়েই। কাজেই সাম্প্রদায়িক বিজেপিকে কমিটিতে রাখা যাবে না, তাঁকে সমর্থন করে বাম কংগ্রেস।
মঙ্গলবার মহাবোধি সোসাইটি হলে নেতাজির জন্মজয়ন্তী উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএমের সুজন চক্রবর্তী, কংগ্রেসের আব্দুল মান্নানরা। কমিটিতে তৈরি হয় এখানেই, কমিটির চেয়ারম্যান শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়। এছাড়া আছেন পার্থ মুখোপাধ্যায়, নির্বেদ রায়, অসীম দাশগুপ্ত ইত্যাদি। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, নেতাজি দেশের গর্ব, তাঁর জন্মদিন জেলায় জেলায় পালন করবেন দলের কর্মীরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم