আজ কেতুগ্রামে বিজেপি নেতা শুভেন্দুর প্রথম জনসভা

গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এক দলীয় সভা থেকে বিজেপির হয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন শুভেন্দু। কেতুগ্রামের কান্দরায় জনসভা করবেন তিনি। ফলে সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ‘দাদার অনুগামী’-দের মধ্যে উৎসাহ রয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর প্রথম সভায় তিনি তাঁর পুরোনো দল তৃণমূলকে নিয়ে কী বলেন সেটা শোনার অপেক্ষায় রাজ্যের মানুষ। 

উল্লেখ্য, পূর্ব বর্ধমানের তিন তৃণমূল নেতা শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদের মধ্যে সুনীল মণ্ডল সাংসদ ও বিশ্বজিৎ কুণ্ডু এবং সৈকত পাঁজা বিধায়ক। ফলে এই জেলায় ধীরে ধীরে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারী দলে যোগ দেওয়ার পর কর্মীদের মধ্যে উদ্দীপনাও বেড়েছে। বিজেপি সূত্রের খবর, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে তিনি জেলা সফর শুরু করবেন বিধানসভা ভোটের প্রচারে ঝড় তুলতে। তাঁর আগে কেতুগ্রামের সভা থেকে কী বার্তা দেন তার দিকেই তাকিয়ে আম বাঙালি। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم