গম্ভীরের ১ টাকার ক্যান্টিন


যতদিন ক্রিকেট খেলেছেন দাপটে খেলেছেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালের সেরা এবং কলকাতা নাইট রাইডারের অধিনায়ক হিসাবে দু বার আইপিএল জয় তাঁর মুকুটে পালক হয়ে রয়েছে,তিনি গৌতম গম্ভীর। এখন তিনি বিজেপির নতুন সাংসদ। কিন্তু সাংসদ হয়ে চুপ করে বসে থাকার ব্যক্তি তিনি নন, তার এলাকা পূর্ব দিল্লিতে বৃহস্পতিবার খুলে ফেললেন গম্ভীর  রসুই ক্যান্টিন। প্রতিদিন দুপুরে মাত্র ১ টাকার বিনিময়ে দারিদ্র মানুষ এখানে খাবার পাবেন। মেনু সাধারণ, ভাত, মুসুরের ডাল, পাঁচমিশালি তরকারি আর আচার।| আপাতত এখন পাওয়া যাবে গান্ধিনগরে, কিন্তু প্রজাতন্ত্র দিবসে আরও একটি অঞ্চলে রসুই ক্যান্টিন চালু হবে।

গম্ভীর জানিয়েছেন, প্রাথমিকভাবে ঠিক ছিল ১০০ জনের খাবারের ব্যবস্থা থাকবে। কিন্তু করোনা আবহে সামাজিক দূরত্বের কারণে কিছুদিন ৫০ জন খেতে পারবেন। খরচের বিষয়ে তিনি জানান, কোনও সরকারি অর্থ বা সাংসদ তহবিলের টাকা তিনি নিচ্ছেন না। বরং এতদিন তিনি ক্রিকেট খেলে যে রোজগার করেছেন তাই দিয়ে তিনি গম্ভীর ফাউন্ডেশন খুলেছেন, খরচ হবে সেখান থেকেই। তিনি আরও জানান, জাতপাত ধর্মের কোনও বালাই থাকবে না এখানে।  

       

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم