ফের উত্তপ্ত খেজুরি, বিজেপির জমায়েতে হামলা

দলের পতাকা লাগানোকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি। বিজেপি কর্মীদের এক জমায়েতে আগ্নেয়াস্ত্র সহ হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। প্রায় ১৫টি বাইক ভাঙচুর হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেজুরির বোগা এলাকায় তাদের কর্মীদের মারধোরের চেষ্টা, বোমাবাজিও হয়েছে বলে দাবি বিজেপির। 


 


উল্লেখ্য, মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর থেকেই বিক্ষিপ্ত অশান্তি চলছে খেজুরিতে। একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শাসকদল তৃণমূল ও বিরোধী দল বিজেপি। মঙ্গলবার সকালে বোগা মোড়ে পতাকা উত্তোলন কর্মসূচি নেয় বিজেপির স্থানীয় নেতৃত্ব। সেখানেই দলীয় কর্মী-সমর্থকরা জমায়েত করেন। অভিযোগ, আচমকা বাঁশ, কাঠ, ইট নিয়ে আক্রমণ চালানো হয় বিজেপি কর্মীদের ওপর। এমনকি বোমাবাজিও চলে নির্বিচারে। এমনকী, লুঠপাটও চালানো হয়েছে। অভিযোগের তির অবশ্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

 

ঘটনার পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় খেজুরিতে। বিদ্যাপীঠ এলাকায় পথ অবরোধ করেন বিজেপি সমর্থকরা। ঘটনাস্থলে যায় তালপাটি কোস্টাল থানার বিশাল পুলিশবাহিনী। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও বচসা বাধে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। যদিও বিজেপি কর্মসূচিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।



1 تعليقات

Thank You for your important feedback

إرسال تعليق

Thank You for your important feedback

أحدث أقدم