ভারতীয় ক্রিকেটের কালো দিন


শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, অ্যাডিলেডে লজ্জার ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় পিঙ্ক বল টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শুরুতে ভারতীয় ব্যাটিংকে ধ্বংস করলেন অস্ট্রেলিয়ার পেসাররা। ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রান করল বিরাট কোহলির দল। এই টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারত থামলো মাত্র ৩৬ রানে। অল আউট হওয়ার লজ্জা থেকে বাঁচলো, কারণ শেষ উইকেটে মহম্মদ শামি চোট পেয়ে অবিসৃত হন।

১৭ ডিসেম্বর থেকে শুরু হয় অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে পিঙ্ক বলের দিন-রাতের প্রথম টেস্ট ম্যাচ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত অধিনায়ক কোহলি। ভারত প্রথম ইনিংসে ২৪৪ রান করেছিল। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে অজি ব্যাটসম্যানরা বাধা পেয়েছিল ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিনের কাছে, তিনি ৪টি উইকেট নিয়েছিলেন। এছাড়া ভারতীয় দুই পেসার যশপ্রীত বুমরা ২টি ও উমেশ যাদব ৩টি উইকেট পেয়েছিল। টিম অস্ট্রেলিয়া ১৯১ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই কোহলির দল মুখ থুবড়ে পড়ে। মাত্র ৩৬ রান করে সব উইকেট হারায় টিম ইন্ডিয়া। অজি পেসার হ্যাজেলউড ৫টি ও প্যাট কামিন্স ৪টি উইকেট নিয়েছেন। 


ভারতের স্বাধীনতার বছর ১৯৮৭ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচে ব্রিসবেনে টিম ইন্ডিয়া মাত্র ৫৮ রানে অল আউট হয়েছিলেন। ১৯৫৯ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে ৫৮ রান করে অল আউট হয়েছিল ভারতীয় দল। ১৯৭৪ সালে ইংল্যান্ড সফরে লর্ডসের মাঠে টেস্টে ৪২ রানে অলআউট হয়েছিল অজিত ওয়াড়েকারের ভারতীয় দল। শেষ ১৯৯৬ সালের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ম্যাচে মাত্র ৬৬ রান করেছিল ভারত। স্বাধীনতার এত বছর পর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে থেমে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কেউই বেশি রান করতে পারেনি।তাঁদের থামিয়ে দেয় অজি পেসার হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ভিরেন্দ্র সেওয়াগ ভারতীয় দলের স্কোদর ওটিপি বলেছেন। কারন ভারতের কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি। ৯ জন আউট হয়ে যায় ও শেষ উইকেট মহম্মদ সামি অবিসৃত(Retired Hurt) হয়ে মাঠের বাইরে যান। তখনই শেষ হয় অজিদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم