ঘূর্ণিঝড় বুরেভি শক্তি হারিয়ে শুক্রবার সকালে তামিলনাডু উপকূল অতিক্রম করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগে মনে হচ্ছিল বুরেভি বুধবার শ্রীলঙ্কা থেকে সরে এসে প্রবল ঘূর্ণিঝড় হয়ে তামিলনাডুতে ঢুকবে। কিন্তু এখন তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর গতি থাকবে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তা বেড়ে ৭৫ কিলোমিটার হতে পারে। তামিলনাডু ও দক্ষিণ কেরলে আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।
অক্টোবর থেকে ডিসেম্বর তামিলনাডু সহ দক্ষিণ ভারতে দক্ষিণপূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়ে থাকে। এই সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় স্বাভাবিক ঘটনা। বুরেভির জন্য কেরলে শুক্রবার পাঁচটি জেলায় সরকারি ছুটি দেওয়া হয়েছে। পুদুচেরীতেও সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ। সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। মাদুরাই, তুতিকোরিন বিমানবন্দরেও উড়ান বন্ধ। দুহাজারের বেশি ত্রাণশিবির তৈরি রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারবাহিনীকে।
إرسال تعليق
Thank You for your important feedback