শিয়ালদা ডিভিশনে আজ থেকে আরও ২০৬ লোকাল, চালু লেডিস স্পেশালও


করোনা আবহেই চালু হয়েছিল লোকাল ট্রেন। হাওড়া ও শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় অল্প সংখ্যক ট্রেন দিয়ে চালু হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। এরপর ধাপে ধাপে আরও কয়েকটি ট্রেন বাড়ানো হলেও সেটা প্রয়োজনের তুলনায় অনেক ছিল। এবার প্রায় পূর্ণমাত্রায় ফিরছে লোকাল ট্রেন পরিষেবা। সোমবার অর্থাৎ আজ থেকেই বাড়তি ২০৬টি ট্রেন চলাচল শুরু করছে পূর্ব রেল। সবকটিই শিয়ালদা ডিভিশনের। শিয়ালদা মেন, উত্তর ও দক্ষিণ শাখা মিলিয়ে এতদিন ৬৫৪টি ট্রেন চলছিল। আজ থেকে চলবে ৮৬০টি লোকাল ট্রেন। এরমধ্যে লেডিস স্পেশাল ট্রেনগুলিও করোনা কালের আগের সূচি মেনেই চালু হচ্ছে বলে জানিয়ে দিয়েছে রেল। 


পূর্ব রেলের কর্তাদের দাবি, লোকাল চালু হওয়ার পর একমাসে সংক্রমণ সেভাবে বাড়েনি। বরং অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, তাই পরিষেবা বাড়াতে সমস্যা নেই। রেল সূত্রে জানা যাচ্ছে, অফিস টাইমে সকাল-সন্ধ্যায় ১০০ শতাংশ লোকাল চালানো হচ্ছিল। কিন্তু কম ব্যস্ত সময়ে ট্রেনের সংখ্যা ছিল অনেক কম। দীর্ঘ সময় পরপর ট্রেন থাকায় সমস্যায় পড়ছিলেন যাত্রীরা। এবার ট্রেনের সংখ্যা বাড়ায় ওই সময়ই বাড়ছে পরিষেবা। অর্থাৎ, দুপুর, বিকেল ও বেশি রাতের ট্রেন ফিরছে পুরোনো সূচি মেনেই। 


পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের মেন শাখার ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট, গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর সব স্টেশনের ট্রেনই বাড়ছে। অপরদিকে শিয়ালদা উত্তরের বনগাঁ, হাসনাবাদ ও দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, বজবজ ও সোনারপুরের ট্রেন বাড়ছে আজ থেকে। পাশাপাশি এই সব শাখায় ১২টি মহিলা স্পেশাল ট্রেনও ফিরছে পুরোনো সূচি মেনে। রেল আরও জানিয়েছে, আগের সূচিতে যে সমস্ত লোকাল ট্রেন গ্যালপিং চলত, সেগুলি সোমবার থেকে ফের গ্যালপিং চলবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم