দুবার পিছিয়েও ‘লড়াকু ড্র’ এসসি ইস্টবেঙ্গলের


আইএসএলে সাতটি ম্যাচ খেলে ফেললেও এখনও জয় অধরা ফাওলারের এসসি ইস্টবেঙ্গল। শনিবার চেন্নাইয়ানের বিরুদ্ধে খেলতে নেমে ২-২ গোলে ম্যাচ শেষ করল লাল-হলুদ ব্রিগেড। দল আইএসএলে খেলার সুযোগ পেয়ে লাল-হলুদ সর্মথকরা যতটা খুশি হয়েছিলেন, দলের খারাপ পারফর্মেন্সে ঠিক ততটাই মন খারাপ তাঁদের। তবুও দলের এই লড়াইয়ে বেশ খুশি লাল-হলুদের ব্রিটিশ কোচ রবি ফাওলার। ইস্টবেঙ্গলের মাতি স্টেইনম্যান জোড়া গোল করলেও জয় অধরা লাল-হলুদের। তবে এদিন দু’বার পিছিয়ে পড়েও গোল শোধ করেছে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচটি জিততেও পারতো তাঁরা, কিন্তু গোলকিপারকে কাটিয়েও গোলে বল ঠেলতে ব্যর্থ হলেন মহম্মদ রফিক।




ম্যাচের প্রথমার্ধেই আক্রমণের ঝড় তুলতে শুরু করে চেন্নাইয়ান এফসি। ১৩ মিনিটে আলেকজান্ডারের বাড়ানো বল ধরে ৪০ গজ দৌঁড়ে ঠান্ডা মাথায় গোল করে আসেন মিজো ফুটবলার চাংতে। এই সময় ফের একবার ইস্টবেঙ্গল ডিফেন্সের দৈনদশা ফুটে উঠল। এই গোলের কয়েক মিনিটের মধ্যেই ফের গোল করার সুযোগ পায় সাবা লাসলোর দল। যদিও এবার ইস্টবেঙ্গলের রক্ষণভাগের ফুটবলার বিকাশ জাইরু বাঁচিয়ে দেন সে যাত্রা। ৩৬ মিনিটের মাথায় গোল করার সুযোগ অবিশ্বাস্যভাবে নষ্ট করেন রফিক। চেন্নাইয়ানের ডিফেন্ডার ও গোলকিপারকেও কাটিয়ে অযথা সময় নষ্ট করার খেসারত দিলেন এসসি ইস্টবেঙ্গলের স্ট্রাইকার। ফলে ৬ গজের বক্সেও ফাঁকায় গোল করতে পারলেন না তিনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে দুরন্ত শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ।


দ্বিতীয়ার্ধে শুরুতেই  দুটি পরিবর্তন করেন লাল-হলুদের কোচ রবি ফাউলার। ফলে ম্যাচে ফেরে লাল-হলুদ বাহিনী। ৫৯ মিনিটে বিকাশের কর্নার থেকে হেডে গোল ইস্টবেঙ্গলকে ম্যাচের সমতায় ফেরান স্টেইনম্যান। পাঁচ মিনিটের ব্যবধানে রহিম আলির শটে চেন্নাইয়ান ২-১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়বারে বিকাশের কর্নার থেকে বাড়ানো বল ড্যানি ফক্সের হেড কোনও রকমে বাঁচায় চেন্নাইয়ানের গোলকিপার। তাঁর হাত থেকে বেরিয়ে আসা বল গোলে ঠেলে দেন স্টেইনম্যান। এদিনের ম্যাচে জমে উঠেছিল  দু’দলের আক্রমণ-প্রতি আক্রমণে। কিন্তু ম্যাচের শেষে ফলাফল থাকল ২-২ । ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের হেড কোচ ফাউলার জানান, এদিনের ম্যাচে দলের খেলায় খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই ম্যাচে না হারাটাই দলের কাছে বড় কথা। দলের ছেলেরা চেন্নাইয়ানের বিরুদ্ধে যে লড়াই করেছে, তারও প্রশংসা করতেই হবে। জোড়া গোল করে ম্যাচের সেরা হলেন ইস্টবেঙ্গলের জার্মান মাতি স্ট্রাইকার স্টেইনম্যান।

ছবিঃ এসসি ইস্টবেঙ্গলের টুইটার থেকে নেওয়া…


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم