বাগদাদে আমেরিকার দূতাবাসে হামলা, পরপর আছড়ে পড়ল ৮টি রকেট

বাগদাদে আমেরিকার দূতাবাসে রকেট হামলা। রবিবার রাতে পরপর ৮টি রকেট আছড়ে পরে দূতাবাস চত্বরে, তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এই হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। দূতাবাসের তরফে একটি টুইট করে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, বাগদাদের গ্রিন জোন এই দূতাবাস চত্বরের কাছাকাছি আবাসিক এলাকায় সামান্য ক্ষতি হয়েছে। স্থানীয় নাগরিকরা অল্প আহত হতে পারেন। তবে তা গুরুতর নয়। 

ঘটনায় ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার একটি নিষিদ্ধ গ্রুপ গ্রিন জোনকে লক্ষ্য করে আটটি রকেট ছুঁড়েছিল। ঘটনায় চেকপোস্টে থাকা একজন আহত হয়েছেন। একটি আবাসিক কমপ্লেক্স ও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দূতাবাসের এক বিবৃতিতে এও বলা হয়েছে, মার্কিন দূতাবাসের সি-র‌্যাম প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটিকে প্রতিহত করতে সক্রিয় হয়েছিল। আমরা সমস্ত ইরাকি রাজনৈতিক ও সরকারি নেতাদের কাছে অনুরোধ করছি, তাঁরা যেন এ ধরনের আক্রমণ প্রতিরোধ করতে পদক্ষেপ গ্রহণ করেন ও ঘটনায় জড়িতদের থেকে জবাবদিহি দাবি করেন। 

উল্লেখ্য, গতমাসেই বিদায়ী ট্রাম্প প্রশাসন  ইরাক ও আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহার করেছে। ট্রাম্পের পদ ছাড়ার আগেই  আমেরিকা জানুয়ারীর মাঝামাঝি মধ্যে ইরাকে সেনা সংখ্যা আরও কমানোর পরিকল্পনাও রয়েছে। ইরাকে অ্যামেরিকার দূতাবাসের উপর হামলার ঘটনা নতুন নয়। এর আগেও সেপ্টেম্বর মাসে একই ভাবে দূতাবাসের উপর হামলা চালানো হয়েছিল। তবে বারবার এই হামলা হওয়ায় আমেরিকার তরফে ইরাককে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, হামলা বন্ধে ব্যবস্থা না নিলে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم