বব ডিলানের গানের স্বত্ব কিনল ইউনিভার্সাল মিউজিক

কিংবদন্তি সঙ্গীতশিল্পী বব ডিলানের গানের ক্যাটালগ অনেক সংগীত অনুরাগীদের কাছেই দুর্মূল্য।কিন্তু এবার তাঁর সম্পূর্ণ গানের ক্যাটালগের স্বত্ব কিনে নিল ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ। প্রায় ৬০ বছরের বেশি সময় ধরে ৬০০-এর বেশি গান লিখেছেন তিনি। তবে ইউনিভার্সাল মিউজিকের সঙ্গে চুক্তির শর্তাবলী এখনও প্রকাশ করা হয় নি।

সোমবার এই চুক্তির কথা ঘোষণা করে ইউনিভার্সাল মিউজিকের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার লুসিয়ান গ্রেনেজ বলেন,' আমার কোনও সন্দেহ নেই যে কয়েক দশক, এমনকি আজ থেকে কয়েক শতাব্দী পরেও বব ডিলানের গান সমান প্রাসঙ্গিক থাকবে। এটা কোনও গোপন বিষয় নয় যে, ভাল সঙ্গীতের মূল   চাবিকাঠি গান রচনা। আর গীতিকার, সুরকার ও গায়ক হিসেবে বব অসামান্য। অর্ধ শতাব্দীরও বেশি আগে লেখা তাঁর গান অনুপ্রেরণামূলক এবং  সময়োপযোগী।' 

৭৯ বছর বয়সী ডিলান তাঁর এখনও পর্যন্ত সংগীত জীবনে ১০ টি গ্র্যামি অ্যাওয়ার্ডস, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, একটি গোল্ডেন গ্লোব এবং অস্কার পুরস্কার পেয়েছেন। তাঁর কালজয়ী গানের মধ্যে অন্যতম 'ব্লোয়িন ইন দ্য উইন্ড,' 'লাইক আ রোলিং স্টোন', 'লে লেডি লে', 'মেক ইউ ফিল মাই লাভ' ও 'ফরএভার ইয়ং'। আজ পর্যন্ত ১২৫ মিলিয়নেরও বেশি গানের রেকর্ড বিক্রি হয়েছে, এই অস্কার জয়ী শিল্পীর। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم