ব্রিটেন ফেরত নাগপুরের যুবকের দেহে নয়া করোনা ভাইরাসের সন্দেহ

ব্রিটেন ফেরত নাগপুরের এক ২৮ বছরের যুবকের দেহে করোনার নতুন পরিবর্তিত ভাইরাস সংক্রমিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। নাগপুরের সরকারি মেডিকেল কলেজে কর্তৃপক্ষ এই কথা জানিয়েছেন। সুপার অবিনাশ গাওয়ান্ডে বলেন, ২৯ নভেম্বর ওই যুবক ব্রিটেন থেকে ফিরেছেন। বিমানবন্দের নামার পর পরীক্ষা করে নেগেটিভ এসেছিল। সাতদিন পর তাঁর ফের পরীক্ষা করা হলে করোনার লক্ষণ পাওয়া যায়। তাঁর গন্ধের অনুভূতি ছিল না। তাঁর পরিবারের লোকজনেরও করোনা ধরা পড়েছে। ২২ ডিসেম্বর যুবকটি হাসপাতালে ভর্তি হন। নমুনা পুনেয় পাঠানো হয়েছে। 

অন্যদিকে, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯,৭৯১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩১২ জন। মোট আক্রান্ত এখন ১,০১,২৩,৭৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ৯৬,৯৩,১৭৩ জন। মোট মৃত ১,৪৬,৭৫৬ জন। পশ্চিমবঙ্গে নতুন সংক্রমিত ১,৬২৮ জন। মারা গিয়েছেন একদিনে ৩৪ জন। মোট আক্রান্ত ৫,৪১,৬২৪। রাজ্যেো মোট সুস্থ ৫,১৬,৪৬২। মোট মৃত ৯,৪৭৩ জন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم