নিষিদ্ধ খালিস্তানি সংগঠনকে সমর্থন, ক্ষমা চাইলেন ব্রিটিশ এমপি

 


নিষিদ্ধ খালিস্তানি গ্রুপ, শিখ ফর জাস্টিস (এসএফজে)-কে সমর্থন করে টুইট করার জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ এমপি তাইউ ওয়াটেমি। তিনি জানান, কোনও কর্মী তাঁর অ্যাকাউন্ট থেকে ওই সংগঠনের সমর্থনে টুইটি পোস্ট করেছেন। নিজের টুইটারের মাধ্যমে তিনি বার্তায় তিনি বলেন, শিখ ফর জাস্টিসকে সমর্থন করার জন্য তাঁকে ইমেল করেছিলেন কয়েকজন। তার প্রেক্ষিতে তাঁকে না জানিয়েই তাঁর সোশাল মিডিয়ার দায়িত্বে থাকা একজন কর্মী ওই টুইটটি করেছেন। তবে সেটি মুছে ফেলা হয়েছে। তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তাঁর আগের টুইটটি প্রচুর ভুয়ো খালিস্তানি টুইটারে তাদের নিজস্ব প্রচারের উদ্দেশ্যেও ব্যবহার করে। প্রসঙ্গত, গত সপ্তাহের শেষে প্রায় ৩৫০০-৪০০০ জন মানুষ ভারতীয় মিশনের সামনে এসে বিক্ষোভ দেখান। করোনা মহামারী প্রোটোকল ভাঙার অপরাধে ১৩ জনকে গ্রেফতারও করে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم