নিষিদ্ধ খালিস্তানি গ্রুপ, শিখ ফর জাস্টিস (এসএফজে)-কে সমর্থন করে টুইট করার জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ এমপি তাইউ ওয়াটেমি। তিনি জানান, কোনও কর্মী তাঁর অ্যাকাউন্ট থেকে ওই সংগঠনের সমর্থনে টুইটি পোস্ট করেছেন। নিজের টুইটারের মাধ্যমে তিনি বার্তায় তিনি বলেন, শিখ ফর জাস্টিসকে সমর্থন করার জন্য তাঁকে ইমেল করেছিলেন কয়েকজন। তার প্রেক্ষিতে তাঁকে না জানিয়েই তাঁর সোশাল মিডিয়ার দায়িত্বে থাকা একজন কর্মী ওই টুইটটি করেছেন। তবে সেটি মুছে ফেলা হয়েছে। তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তাঁর আগের টুইটটি প্রচুর ভুয়ো খালিস্তানি টুইটারে তাদের নিজস্ব প্রচারের উদ্দেশ্যেও ব্যবহার করে। প্রসঙ্গত, গত সপ্তাহের শেষে প্রায় ৩৫০০-৪০০০ জন মানুষ ভারতীয় মিশনের সামনে এসে বিক্ষোভ দেখান। করোনা মহামারী প্রোটোকল ভাঙার অপরাধে ১৩ জনকে গ্রেফতারও করে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
A small number of individuals emailed me to post a suggested tweet supporting Sikhs for Justice. Unbeknown to me a staff member who helps to run my social media posted the tweet. This has now been deleted. I sincerely apologise for any offence caused to any of my constituents.
— Taiwo Owatemi MP (@TaiwoOwatemi) December 12, 2020
إرسال تعليق
Thank You for your important feedback