বাড়ি ফেরার পথে বিজেপির যুব নেতাকে লক্ষ্য করে গুলি। অভিযোগ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটি এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রবিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা তন্ময় ঘোষ। ফেরার পথে রাস্তায় হঠাৎই কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করতেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকী তাঁকে লক্ষ্য করে গুলিও চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বিজেপির যুবনেতা। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের সনৎ দে-র বিরুদ্ধে।
অন্যদিকে এই ঘটনায় তাদের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পালটা বিজেপির বিরুদ্ধেই দুই রাউন্ড গুলি চালানোর অভিযোগ করেছে তৃণমূল। বিধায়ক পার্থ ভৌমিক এবং নৈহাটি প্রাক্তন ভাইস চেয়ারম্যান সনৎ দে-র দাবি, দলীয় কার্যালয় থেকে ফেরার পথে তন্ময় ঘোষ ও বিজেপির লোকরাই তাদের উপর চড়াও হয়। এবিষয়ে পুলিশেও অভিযোগ জানিয়েছেন তাঁরা।
إرسال تعليق
Thank You for your important feedback