শক্তি বাড়াচ্ছে বুরেভি: যুদ্ধকালীন তৎপরতা কেরল, তামিলনাডুতে

শক্তি বাড়িয়ে মুন্নার উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বুরেভি। মৌসম বিভাগ সূত্রে খবর, বৃহস্পতিবারই মুন্নার উপকূল হয়ে রামেশ্বরমে প্রভাব বিস্তার করবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় তামিলনাডুর কন্যাকুমারী ও অন্যান্য উপকূল এলাকায় পৌঁছেছেন এনডিআরএফের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় উপকূল এলাকার মানুষদের নিরাপদ এলাকায় পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে তামিলনাডু এবং কেরলের প্রশাসনের তরফে। গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগও করছেন তিনি। 


বুরেভির প্রভাবে  কেরলের উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার। সতর্কতা হিসেবে আগামী ৩ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞাও জারি করেছে তামিলনাডু ও কেরলের সরকার। প্রায় শনিবার অবধি ভারী বৃষ্টিপাত হতে পারে, এই দুই রাজ্য ছাড়াও অন্ধপ্রদেশেও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।   


তবে পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব না পড়লেও নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া অল্পবিস্তর প্রভাব পড়তে পারে ওড়িশা, মেঘালয়, ত্রিপুরা, মনিপুর ও নাগাল্যাণ্ডে।    

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم