বাসভাড়া ন্যূনতম ১৪ টাকা করতে হবে, না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি

নতুন বছর শুরুর আগেই চূড়ান্ত হুঁশিয়ারি দিল বাস মালিক সংগঠনগুলি। বেসরকারি বাস মালিক সংগঠনগুলির দাবি, বাসের ন্যূনতম ভাড়া ১৪ টাকা করতে হবে। এই দাবি সরকার মেনে না নিলে ১৫ জানুয়ারি থেকে আন্দোলনের রাস্তায় নামবেন তাঁরা। বুধবার দক্ষিণ কলকাতায় বৈঠকে বসেছিল বাসমালিকদের ৬টি সংগঠন। সেখানেই ফের বাসভাড়া বাড়ানোর দাবিতে সরব হয় সংগঠনের সদস্যরা। তাঁদের বক্তব্য, লোকাল ট্রেন চালু হলেও যাত্রী সেভাবে বাড়েনি বাসে। এর ওপর ডিজেলের দাম উত্তরোত্তর বেড়েই চলেছে। দাম বেড়েছে টায়ারের, খরচ বেড়েছে বিমার। সব মিলিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা বাস মালিকদের। এই পরিস্থিতিতে বাসভাড়া না বাড়ালে বাস বসিয়ে দেওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই। 

ইতিমধ্যেই বেশ কয়েকটি রুটের বাস ও মিনিবাস বন্ধ করে দিয়েছেন মালিকরা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'লকডাউনের পর বাস চালানোর জন্য সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনওটাই পালন করেনি'।  তাঁর আরও দাবি, যা বাস চলছে তাতে লোকসানের বহর বেড়েই চলেছে। ফলে বাসভাড়া বাড়ানোর দাবি যুক্তিসম্মত। নবান্নের তরফে সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। যার মাথায় বসানো হয়েছে প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্রকে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে কোনও পরিবহনমন্ত্রী নেই, শুভেন্দু অধিকারী পদত্যাগ করার পর এই পদে অন্য কাউকে নিয়োগ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মদন মিত্রর ওপরেই বাস মালিকদের সমস্যার সমাধানের দায়িত্ব। তিনি আবার দাবি করেছেন, 'বিদায়ী পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বাস সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও কথাই বলেনি। তাই সমস্যার সমাধানও হয়নি। এই সমস্যা তাঁর তৈরি। আমি বাসমালিকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করব'। লকডাউনের পর থেকেই সমস্যায় জর্জরিত বেসরকারি বাস মালিকরা। আনলক পর্বে বাস চালানোর অনুমতি দিলেও রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, বাসাভাড়া বাড়ানো যাবে না। এখন দেখায় বাস মালিকদের হুঁশিয়ারির পর রাজ্য সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করে কিনা।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم