২০১৬ সালের উচ্চপ্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। প্যানেল থেকে মেধা তালিকা সমস্ত কিছুই বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। চাকরিপ্রার্থীদের আবেদনের ভিত্তিতেই মামলার রায় দিল উচ্চ আদালত। ফলে রাজ্যকে আবার প্রথম থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই রায়ের পর ফের জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার।
চাকরির মেধাতালিকায় দুর্নীতির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে আগেই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। দীর্ঘ শুনানি চলার পর অবশেষে চুরান্ত রায় দিল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উচ্চ প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। এর লিখিত পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। এই মেধা তালিকায় গড়মিল ও দুর্নীতি হয়েছে দাবি করে কয়েক হাজার চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা করেন। পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশনও।
সব পক্ষের শুনানি শেষে বিচারপতি রায়ে জানিয়ে দিলেন আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া খারিজ করা হল। পাশাপাশি আদালত আরও নির্দেশ দিয়েছে, আগামী ৪ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত চাকরিপ্রার্থীদের ভেরিফিকেশিন প্রক্রিয়া শেষ করতে হবে। ১০ মে মেধা তালিকা প্রকাশ করতে হবে। এবং ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই রায়ের পর স্বভাবতই খুশি চাকরিপ্রার্থীরা।
إرسال تعليق
Thank You for your important feedback