কৃষক বিক্ষোভ উদ্বিগ্ন কানাডার প্রধানমন্ত্রী, সমর্থন তুললেন নির্দল বিধায়ক

কৃষকদের ওপর পুলিশের 'অত্যাচারের' প্রতিবাদে হরিয়ানার এমডিএ সরকারের ওপর থেকে তাঁর সমর্থন প্রত্যাহার করলেন নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গোয়ান। মঙ্গলবার তিনি বলেন, মনোহরলাল খট্টারের সরকারকে তিনি সমর্থন করবেন না। ৯০ আসনের বিধানসভায় সরকারের হাতে রয়েছে ৫৬। বিজেপির ৪০। বিরোধীদের ৩১। সরকারপক্ষের নির্দল এখন ৫ জন।


অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তাঁর দেশ সবসময়ই শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে। তাঁর কথায়, ভারতে কৃষকদের বিক্ষোভ নিয়ে ভারতের পরিস্থিতি উদ্বেগজনক। গুরু নানকের জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেছেন, আপনারা পরিজনদের নিয়ে চিন্তায় রয়েছেন। এটাই এখানে অনেকের কাছে বাস্তব। শিবসেনার মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, ট্রুডোর উদ্বেগে তিনি অভিভূত। তবে ভারতের অভ্যন্তরীণ বিষয় তাঁর চর্চার বিষয় নয়। অন্য দেশকে সম্মান জানানো উচিত।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم