গরুপাচার কাণ্ডের তদন্তের জাল আরও ছড়াচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এবার তদন্তকারীরা আরও চার বিএসএফ কর্তাকে তলব করল। এদের মধ্যে একডন ডিআইজি পদমর্যাদার, দুজন অ্যাসিট্যান্ট কমান্ডান্ট রয়েছেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ওই চার বিএসএফ আধিকারিককে চলতি সপ্তাহের মধ্যেই কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই গরুপাচার তদন্তে নেমে সীমান্তরক্ষী বাহিনীর এক কমান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে জেরা করেই বেশ কয়েকজন কর্তার নাম পায় সিবিআই তদন্তকারীরা।
পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর কাছেও বেশ কিছু তথ্য চেয়েছিল সিবিআই। সেখান থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিবিআই। সবমিলিয়ে গরুপাচার তদন্তের গভীরে ঢুকতে চাইছেন তদন্তকারীরা। মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে এই আধিকারিকদের যোগাযোগ ছিল বলেই জানা যাচ্ছে। এনামুল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করায় এখন জেল হাজতে রয়েছেন। তাঁকেও আবার জেরা করা হবে বলে জানা গিয়েছে। এখন দেখার এই চার বিএসএফ কর্তাকে জেরা করে সিবিআই নতুন কোনও তথ্য হাতে পায় কিনা।
إرسال تعليق
Thank You for your important feedback