টিকাকরণের জন্য ৮৩ কোটি সিরিঞ্জের অর্ডার দিল কেন্দ্র

দেশে করোনার টিকাকরণের রীতিমতো তোড়জোড় শুরু হয়েছে। দেশের সর্বত্র এবার টিকাকরণের মহড়া শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্র ইতিমধ্যেই ৮৩ কোটি সিরিঞ্জের অর্ডারও দিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। আরও ৩৫ কোটি সিরিঞ্জ কেনার জন্যও দরপত্র চাওয়া হয়েছে। হাসপাতালগুলিকে ৩৬,৪৩৩টি ভেন্টিলেটর দেওয়া হয়েছে, যার দাম ২ লাখ থেকে ১০ লাখ টাকা। 

কেন্দ্র জানিয়েছে, স্বাধীনতার পর থেকে দেশে সরকারি হাসপাতালে মোট ভেন্টিলেটর ছিল ১৬ হাজার। গত এক বছরে তা হয়েছে ৩৬ হাজার ৪৩৩টি। এখন পিপিই কিট, এন৯৫ মাস্ক দেশেই তৈরি হচ্ছে। এখন দিনে ১০ লাখ পিপিই তৈরি হচ্ছে বলেও দাবি করা হয়েছে। দেশে এখন ১,৭০০ কারখানা পিপিই কারখানা তৈরি হচ্ছে। এখন দামও কমে হয়েছে ৬০০ থেকে ২০০ টাকা। তা রফতানিও হচ্ছে। মাস্কের দামও কমে হয়েছে ১২ টাকা। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم