বাড়ি বাড়ি করোনা টিকা পৌঁছতে কেন্দ্রের নতুন অ্যাপ ‘CO-WIN’

আপাতত ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছে কেন্দ্রের নতুন অ্যাপ ‘CO-WIN’। কয়েকদিনের মধ্যে মোবাইল প্ল্যাটফর্মেও চলে আসবে। বিভিন্ন সরকারি প্রকল্প ও সুবিধা হাতের মুঠোয় আনতে নরেন্দ্র মোদির সরকার বেশ কয়েকটি মোবাইল অ্যাপ নিয়ে এসেছে। এবার করোনার টিকা  বাড়ি বাড়ি পৌঁছে দিতে কেন্দ্রের এই নতুন অ্যাপ আনা হল। মূলত কেন্দ্রের কাছ থেকে করোনার টিকা পেতে হলে এই অ্যাপের মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে হবে ভারতের নাগরিকদের। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ও নিয়ন্ত্রনে আনা এবং অন্যান্য সহায়তার জন্য ‘আরগ্য সেতু’ মোবাইল অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার। 


 


কেন্দ্রের এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ঠিক কি কি কাজ করবে? জানা যাচ্ছে, নতুন এই অ্যাপ মূলত করোনা টিকা সংক্রান্ত যাবতীয় তথ্য রেকর্ড করবে। সেই সঙ্গে যে সমস্ত স্বাস্থ্যকর্মী করোনা টিকার কাজে নিযুক্ত থাকবেন তাঁদের ডেটাবেসও থাকবে এই অ্যাপে। এছাডা় গুরুত্বপূর্ণ এই টিকার ডেলিভারি সংক্রান্ত যাবতীয় তথ্যও ‘CO-WIN’ মোবাইল অ্যাপে দ্রুত আপলোড করা হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে ভেরিফিকেশন পর্যন্ত করোনা টিকার সমস্ত প্রক্রিয়াই তুলে ধরা হবে কেন্দ্রের এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে এখনই দেশের সাধারণ মানুষ নিজেদের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। তবে জানা যাচ্ছে ডেটাবেস আপডেট হলেই ভারতের নাগরিকদের জন্য চালু করে দেওয়া হবে  ‘CO-WIN’ মোবাইল অ্যাপ। 

 


 


জানা যাচ্ছে, এই মোবাইল অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মে যাবতীয় মডিউল আলাদা আলাদা রাখা হয়েছে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর, রেজিস্ট্রেশন, ভ্যাক্সিনেশন, বেনিফিশিয়ারি, অ্যাকনলেজমেন্ট সবই আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। ফলে সাধারণ মানুষ একবার  ‘CO-WIN’ মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করলেই স্থানীয় প্রশাসনের তরফে তাঁর সম্পর্কিত তথ্য আপলোড করতে পারবে। ফলে ওই ব্যক্তির কো-মর্বিডিটি থেকে শুরু করে তাঁর শারীরিক ও সামাজিক সমস্ত তথ্যই থাকবে  ‘CO-WIN’ ডেটাবেসে।

 

 এছাড়া টিকার স্টোরেজ সংক্রান্ত তথ্য, স্টোরেজের রিয়েল টাইম তাপমাত্রাও মূল সার্ভারে থাকবে। এই জন্যই বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  ‘CO-WIN’ মোবাইল অ্যাপ দেশের করোনা টিকাকরণ প্রক্রিয়ায় গতি আনতে ব্যাপক সাহাস্য করবে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এই কোভিড ভ্যাক্সিনেশন মডিউল অ্যাপের সাহায্যে দেশের মানুষকে ভ্যাক্সিনেশনের কারেন্ট স্টেটাস জানানো হবে। পাশাপাশিই যাঁকে করোনা টিকা দেওয়া হবে, তাঁর কাছে একটি SMS-ও পাঠানো হবে এই অ্যাপের মাধ্যমেই। সেই সঙ্গেই আবার কোনও ব্যক্তির টিকাকরণ  প্রক্রিয়াটি সম্পন্ন হলে, তাঁর কাছে QR-বেসড সার্টিফিকেটও পৌঁছে দেবে এই CO-WIN মোবাইল অ্যাপ।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم