দলত্যাগী শুভেন্দু অধিকারীকে এবার বুলেটপ্রুফ গাড়ি সহ কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল। তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি পাবেন সিআইএসএফের নিরাপত্তা। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে। দল ছাড়ার আগেই শুভেন্দু রাজ্য সরকারি নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। তারপর তাঁর নিরাপত্তা নিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন শুভেন্দু। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। জেড ক্যাটাগরি নিরাপত্তা যাঁরা পান তাঁরা ২২ জন নিরাপত্তারক্ষী পাবেন। তার মধ্যে ৪-৫ জন এনএসজি কম্যান্ডো ও পুলিশ কর্মী থাকেন।
إرسال تعليق
Thank You for your important feedback